কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে নগরীর খানজাহান আলী থানায় এ মামলা করেন। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবারের হামলার পর ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের সকল সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। এ নিয়ে বুধবার বিকেলে এক জরুরি সভাও আহ্বান করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সংঘর্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা আহত হন এবং কুয়েট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন।

ভাইস-চ্যান্সেলরের শারীরিক অবস্থা অবনতি হলেও তিনি শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে।

Nagad