বিতর্কিত নির্বাচনে ভূমিকা, ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর: জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতা করেছেন তৎকালীন ডিসিরা, যা সরকারকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘কেউই দায়িত্ব পালন থেকে বিরত থাকেননি বা প্রতিবাদ করেননি। এতে তারা নেগেটিভ ভূমিকা রেখেছেন।’

তিনি আরও জানান, ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি, আর যাদের বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়েছে, যারা বর্তমানে সচিব পর্যায়ে কর্মরত ছিলেন।

Nagad