ডেভিল হান্ট অভিযানে আরও ৪৯২ জন গ্রেপ্তার
সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ডেভিল হান্ট অভিযানের আওতায় গ্রেপ্তার হওয়া ৪৯২ জন ছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১,২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫২ জন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। ডেভিল হান্টের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।