৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, এসএসসি কেন্দ্র বন্ধ ২ মাসের বেশি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ৪০ দিনের টানা ছুটিতে যাচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি থাকবে। তার আগে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি।

এছাড়া, আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোতে ২ মাস ১০ দিনের দীর্ঘ ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি থাকবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি সব স্তরের স্কুলে প্রযোজ্য।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানরা।

Nagad