ফের ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক
নারায়ণগঞ্জের দুটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রত্যেক মামলায় চার দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ডের আদেশ দেন।


আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলায় পলকের পাঁচ দিনের এবং সিদ্ধিরগঞ্জ থানার আহসান কবির শরিফ ও হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিনটি মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন। তিনি আদালতে বলেন, “ইন্টারনেট বন্ধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল। বরং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আমার সমর্থন ছিল এবং সে সময় কেবিনেট সভায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা।”
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি আদালতে বলেন, “সাবেক প্রতিমন্ত্রী পলকের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তাই তিনি নিজেই তার পক্ষে বক্তব্য দিয়েছেন। আমরা আদালতকে বলেছি, তার বক্তব্য জবানবন্দি হিসেবে গ্রহণ করার জন্য।”
এর আগে, হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আবার কারাগারে পাঠানো হয়।