নাহিদের পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

নাহিদের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।’

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, পদত্যাগের পরই নতুন দলে যোগ দেবেন।

এদিকে, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত দলটির আহ্বায়ক থাকবেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হবেন আকতার হোসেন।

নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার বাড্ডা থানার বরাঈদ ইউনিয়নে।

Nagad