কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ, বুধবার সকালের মধ্যে ছাড়তে হবে হল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ অনির্দিষ্টকাল জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েট-এর সকল হল এবং একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ থাকবে। পাশাপাশি, শিক্ষার্থীদের হল ছাড়তে আগামী বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।


এর আগে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিরোধের জেরে কুয়েট-এ ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের জন্য দুই সংগঠনই পরস্পরকে দায়ী করছে।
ঘটনার পর কুয়েট-এ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার না করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণসহ ৬ দফা দাবি ঘোষণা করে। তাদের আন্দোলন গত কয়েকদিন ধরে চলতে থাকে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে।
পরবর্তীতে, গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে তারা আবারও ভিসির বাসভবনে তালা ঝোলাতে যায়, তবে শিক্ষকদের বাধার মুখে তারা ফিরে যায়।