বিএনপির বর্ধিত সভায় নেতাকর্মীদের মিলনমেলা, বক্তব্য দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

বিএনপির বর্ধিত সভা ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ স্লোগানে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভায় দলের কেন্দ্রীয় থেকে তৃণমূলের সাড়ে তিন হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেওয়ালাতের মধ্য দিয়ে সভা শুরু হয়। শোকপ্রস্তাব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং জুলাই আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সভার উদ্বোধন ও সমাপনী বক্তব্য রাখবেন তিনি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। সভায় আগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

বর্ধিত সভায় উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা, মহানগর, জেলা, থানা, উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ, এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা।

দীর্ঘ সময় পর দলের আয়োজনে সারাদেশ থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং নিজেদের প্রত্যাশা তুলে ধরে বক্তব্য দেবেন, যা পরবর্তীতে বিএনপির কর্মকৌশল নির্ধারণে সহায়ক হবে।

বর্ধিত সভা সফল করতে ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো: ব্যবস্থাপনা, অভ্যর্থনা, আপ্যায়ন, শৃঙ্খলা, মিডিয়া এবং চিকিৎসাসেবা কমিটি।

Nagad

এটি দলের সর্বশেষ বর্ধিত কমিটির সভা, যা ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন।