স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লা সংবাদদাতা:
প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত হলেই সবাইকে জানানো হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, কারণ আমি বর্তমানে সরকারের দায়িত্বে রয়েছি। গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের কল্যাণই যেন তাদের মূল লক্ষ্য হয়।

এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল ছিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।