স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়: তারেক রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জেএমসেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, আমার দল বিএনপি বিশ্বাস করে দলমত, ধর্ম-দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র সবার। নিরাপদ বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশেও কংসের মতো এক নৃশংস স্বৈরাচার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। গণ-অভ্যুত্থানে সেই স্বৈরাচার ৫ আগস্ট দেশ ছেড়ে পালায়। তবে তাদের দোসররা এখনো নানা কৌশলে সক্রিয়।

তিনি বলেন, পলাতক যে স্বৈরাচারের বর্বর শাসনামল ছিল, সে শাসনামলে মাসের পর মাস, বছরের পর বছর যাদের আয়নাঘরের নির্জন অন্ধকারে প্রতিদিন প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে কাটাতে হয়েছে, তাদের সবাই কিন্তু কথিত সংখ্যাগুরু জনগোষ্ঠীর সদস্য।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, জেলা ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Nagad