চকরিয়ার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
শনিবার (২ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।


জানা গেছে, স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) ফোনে এ নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্থানীয় সাংবাদিক আলম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করেন যে, চকরিয়া থানার ওসি তাকে আটক করে নির্যাতন করেছেন। অভিযোগ শোনার পরপরই উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য তথ্য প্রকাশ করুন, যাতে সমাজে অস্থিরতা না বাড়ে।
তিনি উদাহরণ হিসেবে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনা তুলে ধরে বলেন, কিছু গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে যে সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ওই নারীর সামাজিক সম্মানহানির কারণ হতে পারে।
সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, মর্নিং নিউজে কাজ করেছি। তাই সত্য সংবাদ পরিবেশন করা কতটা জরুরি, তা আমি ভালো করেই জানি।