আমিরাতফেরত ১৮৯ বাংলাদেশির জন্য ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা ১৮৯ জন ক্ষতিগ্রস্ত বাংলাদেশিকে উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে ও ইমেইলে এই নোটিশ পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ মোট আটজনকে বিবাদী করা হয়েছে। প্রবাসীদের ব্যবসায়িক ও আইনি সহায়তা সংস্থা (ইবলাত)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং মহাসচিব খালেদ সাইফুল্যাহর পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে ৩০ দিনের মধ্যে ফেরত আসা ১৮৯ জনকে ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী আল সদর জেলে আটক থাকা বাংলাদেশিদের দ্রুত মুক্তির ব্যবস্থা এবং গত ১৯ জুলাইয়ের মিছিলের মামলাটি প্রত্যাহারের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কিছু প্রবাসী ১৯ জুলাই বাংলাদেশে সংঘটিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেন। এরপর বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে গ্রেফতার করা হয়। ২১ জুলাই বিশেষ কোর্টে ৩ জনকে যাবজ্জীবন এবং বাকিদের ১০ বছরের সাজা দেওয়া হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, তৎকালীন দুবাইয়ের কনস্যাল জেনারেল বিএম জামাল হোসেন আটকদের জঙ্গি আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন, যা সংযুক্ত আরব আমিরাত সরকারকে ক্ষুব্ধ করে। তৎকালীন সরকার বা দূতাবাস থেকে কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া হয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Nagad

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীদের পক্ষের আইনজীবী।