সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের স্বৈরাচারের শঙ্কা: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

সংগৃহীত ছবি

সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের স্বৈরাচারের পুনরুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দ্রুত সংস্কারগুলো প্রয়োজন। তা না হলে আবারও স্বৈরাচারী পদ্ধতি ফিরে আসতে পারে।

শনিবার (১ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, আন্দোলন শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে নয়; এটি ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিলুপ্তি এবং স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনের জন্য। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধতির মধ্য দিয়ে তা হয়েছে। এই পদ্ধতির সংস্কার প্রয়োজন।

সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তির সহায়তায়।”

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার তথ্যকে ফেক নিউজ উল্লেখ করে তিনি বলেন, “ডিপ ফেক নিউজ। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা বিতর্কিত করার জন্য এসব অপতথ্য ছড়াচ্ছে।”

Nagad

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মুসবাহ আলীম, সুজন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সুজন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, সুজন ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরী, সুজন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুল হক, সুজন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুবাইরুল হক নাহিদ, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন ঢাকা জেলা কমিটির অর্থ সম্পাদক কানিজ ফাতেমা এবং সুজন কেরাণীগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুজন-এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।