মাংস বিক্রিতে প্রতারণার প্রতিবাদ করায় মারধর, আটক ২ কসাই
লক্ষ্মীপুরের কমলনগরে মাংস বিক্রিতে প্রতারণার প্রতিবাদ করায় মনতাজুর রহমান নামে এক ক্রেতাকে মারধর করার অভিযোগে দুই কসাইকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কসাই মো. বাহার ও হারুন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ তাদের আটক করে।


ভুক্তভোগী মনতাজুর রহমান জানান, শনিবার (১ মার্চ) পারিবারিক অনুষ্ঠানের জন্য তোরাবগঞ্জ বাজার থেকে ৭৮০ টাকা দরে হাড় ছাড়া ১৮ কেজি মাংস কেনেন তিনি। এ সময় বিক্রেতা কৌশলে তিন কেজি মাংস কম দেন। বিষয়টি বুঝতে পেরে ভিডিও করতে গেলে কসাই বাহার ও তার লোকজন তাকে মারধর করে এবং দাড়ি ধরে টেনে হেনস্তা করে।
মনতাজুর আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের জানালেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। অনুষ্ঠানের ব্যস্ততা শেষে সোমবার তিনি ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই কসাইকে আটক করে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কসাই বাহার, তার বাবা তোফায়েল, কসাই সাহেদ ও হারুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মনতাজুর রহমান।