ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার
ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান, সাবেক এমপি এম এ মালেককে বৃহস্পতিবার রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনার পর থেকে ধামরাই ও আশুলিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অগ্রগতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।