তামান্না-বিজয়ের বিচ্ছেদ: বিয়ের চাপেই ভাঙল সম্পর্ক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

বলিউড তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মারের সম্পর্ক ভেঙে গেছে। বলিউড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তামান্না দ্রুত বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিজয় সেই সিদ্ধান্তে সম্মত ছিলেন না। এ নিয়েই সম্পর্কের জটিলতা শুরু হয়।

বুধবার (৫ মার্চ) বলিউডের একাধিক সংবাদমাধ্যম জানায়, তামান্না বিয়ের জন্য বেশ অধৈর্য হয়ে উঠেছিলেন। তার এই চাপেই নাকি মান-অভিমানের জেরে বিচ্ছেদে গড়ায় তাদের সম্পর্ক। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা জুটি। তবে বিচ্ছেদের পরও বন্ধুত্ব রাখতে চাইছেন তারা।

এর আগে ২০২৩ সালে বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না ও বিজয়কে। সেই সময় গোয়ায় তাদের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে তাদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। ভক্তরা যখন তাদের বিয়ের স্বপ্ন দেখছিলেন, তখনই এল বিচ্ছেদের খবর।