বরিশালে চলন্ত গ্রীন লাইন বাসে আগুন, অল্পে রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

সংগৃহীত ছবি

ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের অর্ধশতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহার এলাকার মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রীন লাইন পরিবহনের এ বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী বলেন, “হঠাৎ দেখি মহাসড়কের মধ্যে বাসটি দাউ দাউ করে জ্বলছে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অগ্নিকাণ্ডের পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Nagad