মাদারীপুরে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই নিহত

মাদারীপুর সংবাদদাতা:মাদারীপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে ড্রেজারের বালু তোলার পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাবুর সরদার (৪০) নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) দুপুরে সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকসেদুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে ভুক্তভোগী পরিবার চাইলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।