বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন ড. জিয়াউদ্দীন হায়দার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়া উদ্দিন হায়দারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট পদ থেকে অবসর নেওয়া ড. জিয়া উদ্দিন হায়দারের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। আশির দশকে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে ড. জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়নে ৩০ বছর ধরে কাজ করেছেন। সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে গত বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এছাড়া ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারী বিদ্যায় পিএইচডি অর্জন করেন। বর্তমানে ড. জিয়া হায়দার ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।