উপাধ্যক্ষ সাইফুর হত্যা: অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যায় অভিযুক্ত রুপা ও নাজিম দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

ওসি জানান, উত্তরখান থানার পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। হত্যার কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে ওঠেন রুপা ও নাজিম। এরপর সোমবার (১০ মার্চ) ভোরে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। হত্যার পরপরই পুলিশ তাদের খুঁজতে অভিযান শুরু করে। পরে তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করলে পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১২ মার্চ) আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহী শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে সোমবার ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় সাইফুর রহমান ভুঁইয়াকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ (১১ মার্চ) ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Nagad

নিহতের ভাই মুজাহিদুর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও তদন্তে রুপা ও নাজিম দম্পতির সংশ্লিষ্টতা পাওয়া যায়।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উপাধ্যক্ষ সাইফুর রহমান উত্তরখানের পুরানপাড়ার ফ্ল্যাটটিতে একাই থাকতেন। হত্যাকাণ্ডের পেছনে একজন ছেলে ও একজন মেয়েকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল। তদন্তে বেরিয়ে আসে, রুপা ও নাজিম দম্পতি এই হত্যার সঙ্গে জড়িত।

ওসি জিয়াউর রহমান জানান, ‘সাইফুর রহমানকে বাথরুমে আটকে রেখে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তিনি বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান।’

নিহত সাইফুর রহমানের স্ত্রী দুই সন্তান নিয়ে রাজধানীর শান্তিনগর পীর সাহেবের এলাকায় বসবাস করেন। পুলিশের তথ্যানুযায়ী, পারিবারিক দূরত্বের কারণে সাইফুর রহমান উত্তরখানে একা থাকতেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দম্পতির রিমান্ড চাওয়া হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল উদ্দেশ্য বের করার চেষ্টা করা হবে।