লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

সংগৃহীত ছবি

গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

মঙ্গলবার (১১ মার্চ) মধ্যরাতে শিক্ষার্থীদের একটি দল বিক্ষোভ মিছিল বের করে। তাদের অভিযোগ, লাকি আক্তার শাহবাগে গণজাগরণ মঞ্চ-২ আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন, যা দেশকে অস্থিতিশীল করতে পারে। তাই তারা তাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

এর আগে বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সন্ধ্যায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা লাকি আক্তার একটি মশাল মিছিলে অংশ নেন।

সেখানে ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন, অথচ সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ধর্ষণ প্রতিরোধের দাবিতে আগামী ১৫ মার্চ সকাল ১১টায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী লাকি আক্তারের বক্তব্য ও কার্যক্রমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, তিনি নতুন করে গণজাগরণ মঞ্চের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন।

Nagad