বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকিরের ইন্তেকাল

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের অভিভাবক আলহাজ্ব কেরামত আলী ফকির (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় পৌর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া ফায়ার সার্ভিস চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি বানারীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকির ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকিরের পিতা এবং পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদারের শ্বশুর। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানারীপাড়া-উজিরপুর বিএনপির অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম তসলিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম মিয়া, সদস্য সচিব রিয়াজ মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।