সোনার দোকানে চুরি-ডাকাতি বাড়ছে, নিরাপত্তা বাড়ানোর দাবি বাজুসের
সাম্প্রতিক সময়ে সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ব্যবসায়ীদের ওপর সরাসরি আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব অপরাধে সন্ত্রাসীদের হাতে জুয়েলারি ব্যবসায়ী খুন এবং হত্যাচেষ্টার ঘটনাও বাড়ছে। ফলে ব্যবসায়ীরা তাদের জান-মালের নিরাপত্তা চেয়ে সরকারের সহায়তা কামনা করেছেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং জুয়েলারি প্রতিষ্ঠানগুলো চোর এবং ডাকাত চক্রের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। গত ৮ মাসে দেশের বিভিন্ন স্থানে ১৭টি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ জানান, বারবার জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, এসব অপরাধের পুনরাবৃত্তি রোধে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
এছাড়া, ২০২৫ সালের প্রথম তিন মাসেই দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে, যা ব্যবসায়ীদের মধ্যে আরো উদ্বেগ সৃষ্টি করেছে।