ঈদুল ফিতর: আজ শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার (১৪ মার্চ)। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

প্রথম ধাপে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। এরপর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে।

১৪ মার্চ: ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ: ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ: ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ: ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট, ২০ মার্চ: ৩০ মার্চের টিকিট, আর চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রতিজন সর্বোচ্চ একবার ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। ২৫% টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। কোনো টিকিট ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না।

কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অনলাইনে টিকিট কেনার সুবিধা থাকায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আগেভাগেই টিকিট কিনে নিশ্চিত হওয়া যাবে।

Nagad