মরক্কো ছেড়ে কানাডায় যাওয়া রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
মরক্কোতে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে না এসে কানাডায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা এবং বিগত সরকারের পক্ষ নেওয়ার মতো কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে ফিরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই নির্দেশনা অমান্য করে এ বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার পদে বহাল থেকে দায়িত্ব ত্যাগ করেন। এরপর তিনি মরক্কো থেকে কানাডায় চলে যান এবং বিভিন্ন সময় তার যাত্রা বিলম্বিত করেন।


হারুন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন, যার শিরোনাম ছিল “A Plea for Bangladesh-and for Myself Subject: Bangladesh’s Descent into Anarchy under Yunus-The World’s Silence is painful”। এতে তিনি বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং সরকারের অধীনে পরিস্থিতির অবনতি চিত্রিত করেছেন। মন্ত্রণালয়ের মতে, এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছিল এবং এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে তার এবং তার পরিবারের (সদস্যদের) পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এহেন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারীর এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হয় না জানিয়ে ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।