গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গায় আসছে জেমিনি
চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)-এর পরিবর্তে জেমিনি চালু করা হবে বলে জানিয়েছে গুগল। শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গুগল জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনি-তে আপগ্রেড করা হবে। এরপর গুগল অ্যাসিসটেন্ট আর অধিকাংশ মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না এবং এটি অ্যাপ স্টোর থেকেও সরিয়ে দেওয়া হবে।


গুগলের ব্লগ পোস্টে আরও বলা হয়, ট্যাবলেট, গাড়ি ও ফোনের সঙ্গে সংযুক্ত ডিভাইস যেমন—হেডফোন ও স্মার্টওয়াচেও জেমিনি যুক্ত করা হবে। পাশাপাশি স্পিকার, স্মার্ট ডিসপ্লে ও টিভির মতো হোম ডিভাইসেও নতুন এই প্রযুক্তি চালু করা হবে।
গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এই পরিবর্তন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে। তবে আপাতত অ্যাসিস্ট্যান্টের -এর কার্যক্রম চালু থাকবে।
গুগল আরও বলেছে, জেমিনি চালুর আগে ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করা হয়েছে, বিশেষ করে যারা গুগল অ্যাসিস্ট্যান্ট-এর বিভিন্ন ফিচার নিয়মিত ব্যবহার করেন। নতুন ভার্সনে মিউজিক প্লে, টাইমার সেট করা ও লক স্ক্রিন থেকে সরাসরি অ্যাকশন নেওয়ার মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার যুক্ত করা হয়েছে।
গুগলের এই পরিবর্তন আশ্চর্যের কিছু নয়। বিশেষ করে পিক্সেল ৯ সিরিজের ফোনে জেমিনি-কে ডিফল্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত করার পর থেকে এটি অনুমিতই ছিল। গুগলের ভাষ্যমতে, জেমিনি অ্যাসিস্ট্যান্টের তুলনায় আরও উন্নত ও স্মার্ট, যা ব্যবহারকারীদের আরও সহজ ও কার্যকরভাবে সহায়তা করতে সক্ষম হবে।