চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন চাল

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

জি-টু-জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি এই চাল কেনার চুক্তি হয়। এমভি মরিয়ম “MV MARIAM” নামের জাহাজটি চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে এবং নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে।

চাল আমদানির এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।