চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালানো সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাতে ডিএমপির তেজগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


গ্রেপ্তার সাজ্জাদ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শিকারপুর এলাকার মো. জামালের ছেলে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, পুলিশের বিশেষ টিম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাজ্জাদকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, “সাজ্জাদ চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় পলাতক ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। তবে পরবর্তী মাসেই তিনি জামিনে মুক্তি পান। পরে, ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে আটক করতে গেলে তিনি গুলি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হন।
এ ছাড়া, ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। পরদিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তার ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।
ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “চট্টগ্রামে পুলিশকে টার্গেট করে গুলি চালিয়েছিল সাজ্জাদ। এরপর সে আত্মগোপনে ঢাকায় চলে আসে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
সাজ্জাদকে চট্টগ্রামে নিয়ে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।