হামজা চৌধুরী দেশে ফিরে: ‘ইনশাআল্লাহ, আমরা উইন খরমু’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

বিমানবন্দরে হামজা চৌধুরী। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী দেশে ফিরে এসেছেন। তিনি সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এবং সিলেটি ভাষায় প্রতিক্রিয়া দেন।

শুরুতে ইংরেজিতে কথা বললেও পরে বাংলায় কথা বলার অনুরোধে হামজা সিলেটি ভাষায় বলেন, ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমরা বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের লগে মাতিসি। আর ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।

এ সময় তিনি বলেন, এমন অভূতপূর্ব দৃশ্য দেখে আমি মুগ্ধ। অসাধারণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং দ্রুতই আমরা উন্নতি করব।

হামজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাত নির্বাহী সদস্য। গণমাধ্যমের উপস্থিতিতে, হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীও ছিলেন।

হামজা চৌধুরী প্রথমবারের মতো তার মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হিসেবে নিজের শেকড়ের মাটিতে পা রাখলেন।

এদিন, হামজা চৌধুরীকে সিলেট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে।

Nagad