যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন পুনরুদ্ধার করেছেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন জানিয়েছেন, শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে পত্রিকাটির ডিক্লারেশন পুনর্বহাল করা হয়েছে।


এর আগে প্রকাশনা আইন ১৯৭৩ এর ১০ ধারা লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। শফিক রেহমান অভিযোগ করেছিলেন যে, অনুমোদিত প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত না হলেও প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য প্রদর্শন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটির মুদ্রণের অনুমোদন বাতিল করা হয়।
তবে, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং শফিক রেহমানের আবেদনের ভিত্তিতে আজ যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন পুনর্বহাল করা হলো। এতে পত্রিকাটি আবারও নিয়মতান্ত্রিকভাবে প্রকাশনার সুযোগ পেল।
এই সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিক শফিক রেহমান তার দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি পেলেন এবং যায়যায়দিন নতুন করে পাঠকের সামনে আসার সুযোগ পাচ্ছে।