সুন্দরবনে আবারও আগুন, বনভূমি জ্বলছে, নেভাতে বেগ
সুন্দরবনের পূর্ব বনবিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে শনিবার (২২ মার্চ) সকালে একটি অগ্নিকাণ্ড ঘটে। আগুন বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এবং বনরক্ষী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার লেন (নালা কাটা) তৈরি করা হয়েছে, তবে বনের কাছাকাছি কোনো পানির উৎস নেই, ফলে পানির অভাবে আগুন নির্বাপন কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।


গত বছর, ২০২৪ সালের মে মাসে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে গিয়েছিল, যার ক্ষতির পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
বনের ধোঁয়া দেখে স্থানীয়রা এ ঘটনা জানালে বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। বন কর্মকর্তা বিপুলেশ্বর দাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত, এবং পানির উৎসের অভাবে তাদের লড়াই আরো কঠিন হচ্ছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, এ ছাড়া মোরেলগঞ্জ, মোংলা এবং কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।