বিনিয়োগের নতুন পথ খুলতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
সরকারি প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ ও সংস্কারের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা জি২জি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, আমরা বিনিয়োগের নতুন পথ খুলতে চাই।
রোববার (২৩ মার্চ) ডাক ভবনে তার অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।


ইইউর বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধির প্রস্তাববৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নীতিকাঠামো, ইইউর বিনিয়োগ, প্রকল্পে অর্থায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইইউ বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং আমরা বিনিয়োগের জন্য প্রস্তুত।
ডিজিটাল রূপান্তরের মাস্টার প্ল্যানবিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকার ইতোমধ্যে ডিজিটাল রূপান্তরের মাস্টার প্ল্যান এবং আইসিটি রোডম্যাপের খসড়া সংস্করণ প্রস্তুত করেছে। তিনি বলেন, আমরা ১০টি স্তম্ভকে লক্ষ্য ধরে এগুচ্ছি, যার মধ্যে রয়েছে সরকারি সেবার ডিজিটালাইজেশন, বিকেন্দ্রীকরণ, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
তিনি আরও বলেন, ডেটা এক্সচেঞ্জ ও ডেটা গভর্নেন্স নিয়ে আমাদের বড় দৃষ্টিভঙ্গি রয়েছে। পাশাপাশি, আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে গুরুত্ব দিচ্ছি।” এছাড়াও, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
আইন ও পরামর্শ গ্রহণের প্রক্রিয়াডিজিটাল রূপান্তরের কৌশল প্রসঙ্গে তিনি বলেন, স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে চলতি বছরের মাঝামাঝি সময়ে এটি চূড়ান্ত রূপ পাবে।” ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রসঙ্গে তিনি বলেন, “ব্যবসায়ী, মানবাধিকার সংস্থা, গণমাধ্যমকর্মী এবং আন্তঃমন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ করে আইনটি চূড়ান্ত করা হবে।
ইইউকে বিনিয়োগ আহ্বানবিশেষ সহকারী ইইউকে প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং ই-গভর্নেন্স টিমের সহযোগিতায় প্রশিক্ষণের প্রস্তাব দেন। তিনি বলেন, আমরা শুধু সরকারি সংস্থা নয়, সকল আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে চাই।
গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণরাষ্ট্রদূত মাইকেল মিলার ব্রাসেলসে আসন্ন গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের জন্য বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে আমন্ত্রণ জানান।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।