লাল-সবুজে সেজেছে স্মৃতিসৌধ, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনে স্মৃতিসৌধ চত্বরে সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কয়েক স্তরের বিশেষ ব্যবস্থা।

রোববার (২৪ মার্চ) স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা গেছে, ১০৮ হেক্টরজুড়ে বিস্তৃত স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে পরিপাটি করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উদ্যোগে পায়ে চলার পথ ও বেদির সিঁড়িগুলোতে রং করা হয়েছে, সাজানো হয়েছে বাহারি ফুল ও সবুজ গাছপালায়। স্মৃতিসৌধের প্রবেশপথে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, শোভা পাচ্ছে লাল-সবুজ আলোকসজ্জা।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্মৃতিসৌধের সার্বিক সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় মাস ধরে কাজ হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, দিবসটি নির্বিঘ্ন করতে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ১২টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৬ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ অঞ্চলে যান চলাচল সীমিত থাকবে।

সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থাপনায় লাল-সবুজের আলোকসজ্জা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শহরজুড়ে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে।

২৬ মার্চ স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে, যারা গভীর শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করবে।

Nagad