ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) মাহরুফ হোসেনের সই করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সিলভিয়াসহ আরও চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। ওইদিন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
তবে নিয়োগ ঘোষণার পরপরই সিলভিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার প্রসিকিউটর পদে নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।
বৃহস্পতিবার নিয়োগ পাওয়া অন্য তিন প্রসিকিউটর হলেন— মো. মামুনুর রশীদ, আব্দুস সাত্তার এবং এস. এম. তাসমিরুল ইসলাম। এদের সবাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইনজীবী।
উল্লেখ্য, ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কয়েকজনের বিচার ও শাস্তি কার্যকর হয়েছে। আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।