ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

ঈদুল ফিতরের আসন্ন ছুটির আগে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে, তবে এই ফাঁকা অবস্থায় নাশকতার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এখানে কোনো ধরনের নাশকতার হুমকি নাই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

তিনি আরো জানান, ঈদ উপলক্ষে পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা ছুটি কাটাচ্ছে না, তারা নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় কাজ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন, যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন এবং বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত থাকে।

এছাড়াও তিনি টিকিটের দাম অতিরিক্ত আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুমে অভিযোগ করার আহ্বান জানান।

নিরাপত্তা এবং যাত্রীদের সুবিধার জন্য সরকার কঠোর নজরদারি করছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে।

Nagad