বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনো রাস্তায় নামিনি। মানুষের পাশে দাঁড়াচ্ছি, ঈদসামগ্রী ও ইফতারসামগ্রী বিতরণ করছি। কিন্তু জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর বেরাইদ এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে, দেশ-বিদেশ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা সেটা হতে দেব না। আমাদের প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।
সরকারের বিরুদ্ধে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের অনেক নেতাকর্মী জেলে গেছেন। আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, কিন্তু সরকার বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা আর সেই বিভাজন হতে দেব না।
বিএনপির মহাসচিব বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করব, জনগণের সরকার ও পার্লামেন্ট প্রতিষ্ঠা করব এবং দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।