নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি গণপিটুনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫

নরসিংদীর পলাশে ঈদের রাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়, তবে পুলিশ বলছে, চোর সন্দেহে গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাকিব মিয়া (২০) ও তার ভাই রাকিব, তারা স্থানীয় আশরাফ উদ্দিনের ছেলে। হামলায় তাদের মা-বাবাও গুরুতর আহত হন।

স্বজনদের অভিযোগ, রাকিব ও তার বাবা আশরাফ উদ্দিন আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ঈদের রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব তার বন্ধুদের নিয়ে কর্তাতৈল এলাকায় ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাকিব ও তার মা-বাবা ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চোর সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

তবে স্থানীয় একটি সূত্র জানায়, অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝির জেরে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়, এরপর গ্রামবাসী গণপিটুনি দেয়।

Nagad

নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে এবং আহত মা-বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।