বানারীপাড়ায় মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় ও পাঠাগার উদ্বোধন
বরিশালের বানারীপাড়া চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় ও পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।দুপুরে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় দ্বিতীয় পর্ব শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তৃতা দেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু রায়হান মাসুদ, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান, সাংবাদিক সাইদুল ইসলাম, মাওলানা আবু সাঈদ মো. কামেল, অধ্যক্ষ কাশেমাবাদ কামিল মাদ্রাসা, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নাসিরুল হক, সহকারী অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ইসহাক খান, এবং সভাপতি শাখারিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা।
অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইয়াসিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তি প্রদান করা হয়।
বক্তারা পাঠাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বই হল জ্ঞানের ভাণ্ডার, তাই পাঠাগারের প্রয়োজনীয়তা অনুধাবন করতে হবে।’
এছাড়া, মাদ্রাসায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করাকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বক্তারা এর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।