ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, এবার নেই যানজটের ভোগান্তি
পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায় বাসিন্দারা। ঈদযাত্রা এবার ছিল নির্বিঘ্ন এবং যাত্রীদের মধ্যে কম ভোগান্তি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকায় ফিরতে আসা মানুষরা বাস ও ট্রেনে স্বস্তি প্রকাশ করেছেন।
শনিবার (৫ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, মাজার রোড ও টেকনিক্যাল এলাকা ঘুরে দেখা গেছে যে, ঈদের পর ফিরতি যাত্রায় দূরপাল্লার গাড়িতে যাত্রীর চাপ কম ছিল। রাস্তায় কোনো যানজটের শিকার হননি যাত্রীরা এবং বিভিন্ন পরিবহন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় সড়কে কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি।


ছুটি শেষে ঢাকায় ফিরছেন এমন যাত্রীরা জানান, এবার ঈদের যাত্রাপথ ছিল শান্তিপূর্ণ এবং তারা কোনো ধরনের যানজট বা ভোগান্তিতে পড়েননি। বিশেষত পদ্মা সেতুর নির্মাণের পর যাতায়াতের পথ সহজ হয়েছে এবং সড়কের চাপ কমেছে, যার ফলে যানজটের সমস্যা কমেছে।
এদিকে, শ্যামলি পরিবহনের চালকের সহকারী মুস্তাফিজুর রহমান বলেন, এবার যাত্রীর চাপ অনেকটা কম। রাস্তায় কোনো সমস্যা ছিল না এবং গাড়িগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে।