উখিয়ায় জায়গা-জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজার সংবাদদাতা:
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) এবং তার বোন শাহিনা বেগম (৪০)।

রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলেই প্রাণ হারান মাওলানা মামুন, মান্নান ও শাহিনা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, অবস্থা এখন নিয়ন্ত্রণে আছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Nagad