নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা গভর্নরের
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (৭ এপ্রিল) শুরু হওয়া চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য এই মূলধন সহায়তা দেওয়া হবে। এ তহবিল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং খুব শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।


তিনি আরও বলেন, ৯৫ শতাংশ স্টার্টআপই শুরুতে ব্যর্থ হয়। তারপরও আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি, একদিন তাদের মধ্য থেকেই সফল উদ্যোক্তা তৈরি হবে।”
এদিকে, একই সেমিনারে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে সরকার কাজ করছে। ইতোমধ্যেই সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে। মোবাইল ও ব্রডব্যান্ড সেবাদাতাদেরও নীতি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট শাটডাউন করবে না। বরং এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতেও কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে।
প্রসঙ্গত আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি’ শিরোনামে স্টার্টআপ কানেক্ট সেশনের মাধ্যমে চার দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। প্রবন্ধে বলা হয়, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগের চাহিদা বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশে এখনো এই খাতে বিনিয়োগ কম।