সংস্কার কেন নির্বাচনের বিকল্প, প্রশ্ন রিজভীর
সংস্কারকে কেন নির্বাচনের বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে— সেই প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘোষণা তারই প্রমাণ। সরকারের জবাবদিহি জনগণের কাছে, কোনো বৈষম্যবিরোধী বা আন্তর্জাতিক শক্তির কাছে নয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


সরকারের বিরুদ্ধে ইলিয়াস আলীকে গুম করার অভিযোগ এনে তিনি বলেন, ‘জনগণের কাছে আজ পরিষ্কার যে, আওয়ামী লীগ সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ক্ষমতাসীনদের চক্ষুশূল হয়ে ওঠেন।’
রিজভী আরও বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার স্ত্রীকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। তাকে খুঁজে বের করার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু তখন বিএনপির পাঁচদিনের হরতাল চলছিল। মূলত সেই আন্দোলন থামানোর কৌশল হিসেবেই এসব নাটক করা হয়।’
তিনি বলেন, ‘গুম হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, আদালতে মামলা হয়, এমনকি তার স্ত্রী উচ্চ আদালতে রিটও করেন। কিন্তু সরকার এসব উদ্যোগকে ভেস্তে দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করে গুমের ঘটনাগুলো আড়াল করেছে।’
রিজভী দাবি করেন, ‘দেশে বেআইনি গুম-খুনের উৎসব চলছে— যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হচ্ছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।