গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছেই। এতে আরও অন্তত ৫২ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে ৯০-এর বেশি হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে।
রোববার (২০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


আল জাজিরা জানায়, শনিবারও দিনভর গাজায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল। হামলায় প্রাণ হারান আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধের অবসানের আহ্বান জানালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা জোরদারের ঘোষণা দেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন দফার হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৭০০ জন। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭২৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। রাস্তার মাঝেও পড়ে আছেন অনেকে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলেও, মার্চের মাঝামাঝি আবারও হামলা শুরু করে তারা। এর পেছনে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যকেই কারণ হিসেবে দেখানো হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।