কাতার সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফর উপলক্ষে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল কাতারে আয়োজিত ‘আর্থনা সম্মেলন’-এ অংশ নেবেন অধ্যাপক ইউনূস। সম্মেলনের আয়োজক কাতারের রাজ পরিবার।


তিনি বলেন, সফরকালে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সফরে কাতারের সঙ্গে বিদ্যমান এলএনজি আমদানি চুক্তি এবং নতুন জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব।