সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। দুর্নীতির অভিযোগে গত ১০ এপ্রিল এ নোটিশ জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালতের নির্দেশে ইন্টারপোলের কাছে রেড নোটিশ চাওয়া হয়। এরপর ফেব্রুয়ারিতে আবেদন পাঠানো হয়, এবং এপ্রিলের শুরুর দিকেই ইন্টারপোল সেটি অনুমোদন করে।


সংশ্লিষ্ট এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ বর্তমানে স্বপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে রেড নোটিশ জারির ফলে দ্রুত অবস্থান শনাক্ত করে তাকে দেশে ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
ইন্টারপোলের ওয়েবসাইটে এখনো রেড নোটিশ প্রকাশ না হলেও বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ ১২ নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। বিষয়গুলো এখন ইন্টারপোলের আইনি পর্যালোচনার অধীন রয়েছে।
রেড নোটিশের আবেদন প্রক্রিয়াধীন যাদের বিরুদ্ধে:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
দুদকের অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে দেশ ত্যাগ করেন বেনজীর আহমেদ । ২০২০ থেকে ২০২২ পর্যন্ত আইজিপি এবং তার আগে পাঁচ বছর র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতিসহ নানা অভিযোগ তদন্তাধীন রয়েছে।