পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে মামলা
চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে তার ফ্ল্যাটে থাকা সৌরভ (২৮) নামের এক যুবককেও।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহপরিচারিকা পিংকি আক্তার (২৪)। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান জানান, মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোণার মেয়ে পিংকি মার্চ মাসে একটি এজেন্সির মাধ্যমে পরীমণির বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। চুক্তি অনুযায়ী এক শিশুর দেখাশোনার কথা থাকলেও তাকে দুই শিশুর দায়িত্ব এবং রান্নার কাজও করতে হতো।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ এপ্রিল দুপুরে পরীমণি মাদক সেবন করে পিংকিকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং শিশুকে দুধ খাওয়ানোর বিষয় নিয়ে উত্তেজিত হয়ে তার মাথা, মুখ ও চোখে চড়-থাপ্পড় মেরে আহত করেন। মারধরের একপর্যায়ে পিংকি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি হাসপাতালে নেওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করেন পরীমণি ও সৌরভ। বরং সৌরভ তাকে নির্যাতনে উসকানি দেন এবং বাইরে যেতে বাধা দেন।
পিংকি জানান, পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে যান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।