বিয়ের পাঁচ মাসেই বাবা হচ্ছেন নাগা চৈতন্য?
চলতি বছরের জানুয়ারিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকে দাবি করেছিলেন, সামান্থার সঙ্গে সম্পর্ক চলাকালেই শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান চৈতন্য।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’-এ হাজির হন এই তারকা দম্পতি। সেখানে তোলা একটি ছবি ঘিরে ফের গুঞ্জন শুরু হয়েছে—বিয়ের পাঁচ মাসেই বাবা হতে চলেছেন নাগা চৈতন্য।


এ ধরনের জল্পনার পেছনে অনেকে কারণ হিসেবে দেখছেন শোভিতার সাম্প্রতিক পোশাক নির্বাচনের ধরন। অনেকেই বলছেন, তিনি নিয়মিত ঢিলেঢালা পোশাক পরছেন, যা থেকে অনেকেই গর্ভাবস্থার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
তবে এ বিষয়ে এখনও নাগা চৈতন্য বা শোভিতা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ব্যক্তিগত বিষয় নিয়ে তারকাদের প্রতি সম্মান রেখে দর্শকদের অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করছেন অনেকেই।