এলপিজি গ্যাসের দাম আরও কমলো, ১২ কেজির সিলিন্ডার ১,৪৩১ টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মার্চ মাসে ২৮ টাকা কমানো হয়েছিল। এবার মে মাসে আবারও দাম হ্রাস পেল। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজির বেসরকারি সিলিন্ডারের দাম ১,৪৫০ টাকা থেকে কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, সরকারি সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৮২৫ টাকা।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৫৭ পয়সা, যা পূর্বে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।

বিইআরসি জানায়, মে মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় দাম ৫৯৭ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন ধরা হয়েছে (প্রোপেন ৬১০ ও বিউটেন ৫৯০ ডলার, অনুপাত ৩৫:৬৫)। এই হিসাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ বাজারে এলপিজি ও অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

Nagad