গরমে দ্রুত ওভারহিট করছে ল্যাপটপ? এই ৬টি উপায় মানলেই মিলবে সমাধান

গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসে ওভারহিটিংয়ের ঝুঁকিও বেড়ে যায়। মে ও জুন মাসে এই সমস্যা প্রকট হয়। অতিরিক্ত গরমে ল্যাপটপের পারফরম্যান্স কমে যেতে পারে, এমনকি আগুন লাগা বা বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

গ্রীষ্মে ল্যাপটপ ঠান্ডা রাখার কার্যকর ৬টি উপায়:

১. এসি চালু থাকলে ব্যবহার করুন:
এয়ার কন্ডিশনিং চালু অবস্থায় কাজ করলে ঘরের পরিবেশ ঠান্ডা থাকবে, যা ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া কমাতে কার্যকর ভূমিকা রাখে।

২. কুলিং প্যাড ব্যবহার করুন:
যদি এসি না থাকে, তবে একটি এয়ার কুলিং প্যাড কিনে নিতে পারেন। এগুলো ল্যাপটপের নিচ থেকে ঠান্ডা বাতাস সরবরাহ করে, ফলে ডিভাইস ঠান্ডা থাকে। বাজারে ও অনলাইন স্টোরে সহজেই পাওয়া যায়।

৩. ল্যাপটপ পরিষ্কার রাখুন:
বছরের পর বছর ব্যবহারে ল্যাপটপের ভিতরে ধুলাবালি জমে, যা তাপ নির্গমনে বাধা সৃষ্টি করে। গ্রীষ্ম শুরু হওয়ার আগেই অভ্যন্তরীণভাবে পরিষ্কার করানো ভালো।

৪. নরম পৃষ্ঠে ব্যবহার করবেন না:
বিছানা, বালিশ বা কোলের ওপর ল্যাপটপ ব্যবহার করলে বায়ুচলাচলের পথ বন্ধ হয়ে যায়। বরং শক্ত ও সমতল পৃষ্ঠ যেমন ডেস্ক বা টেবিলে ব্যবহার করুন।

Nagad

৫. অপ্রয়োজনীয় অ্যাপস ও ব্রাইটনেস কমিয়ে দিন:
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করুন এবং স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন। এতে ল্যাপটপ কম তাপ উৎপন্ন করে। ইন্টারনেট দরকার না হলে ওয়াই-ফাইও বন্ধ রাখতে পারেন।

৬. সঠিক চার্জার ব্যবহার করুন:
ল্যাপটপের জন্য নির্ধারিত চার্জার ব্যবহার করুন। ভুল চার্জার অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে এবং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।

এই ছোট কিছু অভ্যাস গরমকালে আপনার ল্যাপটপকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এবং ডিভাইসের স্থায়িত্বও বাড়াবে।