এপ্রিলে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা ছাড়াল, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ
প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) এপ্রিল মাসে এসে দাঁড়িয়েছে ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে, যা টাকার অঙ্কে প্রায় ৩৩ হাজার ৪৩৬ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৫০ টাকা ধরে)। আগের বছরের এপ্রিলের তুলনায় এবারে রেমিট্যান্স বেড়েছে ৩৪ দশমিক ৬২ শতাংশ। মাসভিত্তিক হিসাবে এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়ে, যার প্রভাব পড়ে মার্চ মাসে। তবে এপ্রিলের শুরুতে ঈদের ছুটির কারণে কিছুটা ভাটা পড়ে। তারপরও মাসের শেষ দিকে গতি ফিরে পাওয়ায় এপ্রিলও রেমিট্যান্সে রেকর্ড সৃষ্টি করেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার। আগের বছরের একই মাসে দৈনিক গড় ছিল ৬ কোটি ৮১ লাখ ডলার। সেই হিসাবে এবার দৈনিক গড়ে রেমিট্যান্স বেড়েছে দুই কোটির বেশি।
চলতি বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। ওই মাসে দৈনিক গড়ে ১০ কোটি ৬৩ লাখ ডলার এসেছে।
এপ্রিলে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৬১ কোটি ১০ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৫ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৮০ হাজার ডলার।
ব্যাংকগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৪১ কোটি ১১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক (৩৫ কোটি ৭২ লাখ ডলার), এরপর রয়েছে অগ্রণী ব্যাংক (৩০ কোটি ১৯ লাখ), জনতা ব্যাংক (২৩ কোটি ২৫ লাখ) ও ট্রাস্ট ব্যাংক (১৯ কোটি ৮৫ লাখ ডলার)।